খোকা দেশপ্রেমিক ছিলেন : বি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৪ নভেম্বর ২০১৯

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা্ এবং দেশপ্রেমিক মানুষ ছিলেন।

সোমবার সাবেক এ রাষ্ট্রপতির প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক শোক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

শোক বাণীতে তিনি বলেন, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে আমি দুঃখিত এবং শোকাহত হয়েছি। তিনি আমার এলাকার লোক ছিলেন এবং দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি একজন দেশপ্রেমিক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার সুন্দর আচরণের জন্য তিনি সাধারণ মানুষের দোয়া পাবেন।

আমি তার আত্মীয়-পরিজনের জন্য সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করুন।

এইউএ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।