হৃদরোগ আক্রান্ত হয়ে সিসিইউতে জাহাঙ্গীর কবির নানক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২০

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে বুকে ব্যথা নিয়ে নানক ল্যাবএইড হাসপাতালে এলে তাকে সেখানে ভর্তি করানো হয়।

নানকের একান্ত সহকারী বিপ্লব জাগো নিউজকে বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর বুকে ব্যথা অনুভূত হলে তিনি ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে যান। পরে এনজিওগ্রাম করা হলে (হৃদযন্ত্রের রক্তনালীতে) দুটি ব্লক ধরা পড়ে। কিছুক্ষণ আগে তার হার্টে একটা রিং পরানো হয়। এখন তাকে সিসিইউতে রাখা হয়েছে।

জাহাঙ্গীর কবির নানক গত ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

এইউএ/এআর/এইচএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।