বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ফখরুলের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৯ জুন ২০২০

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে ৩০ জনের মৃত্যুতে গভীর শোক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিবের এই শোক প্রকাশের কথা দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন।

শায়রুল বলেন, সোমবার সকাল ৯টার দিকে এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হয়। সদরঘাটের কাছেই ফরাশগঞ্জ ঘাট এলাকায় নদীতে লঞ্চটি ডুবে যায়

হতাহতদের প্রতি বিএনপির মহাসচিব শোক জানিয়ে বলেন, আল্লাহ তাদের বেহেশত নসিব করুন ও পরিবার শোক কাটিয়ে উঠতে সাহায্য করুন।

ডুবে যাওয়া লঞ্চটি দ্রুত উদ্ধারের দাবি জানান তিনি।

জানা গেছে, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দোতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ নামের লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে, কমপক্ষে শতাধিক যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

কেএইচ/এফআর/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।