নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:২৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০

অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে এর সঙ্গে কেউ জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে অসংখ্য মুসল্লি অগ্নিদগ্ধ এবং অগ্নিদগ্ধ হয়ে হৃদয়বিদারক মৃত্যু হয়েছে।

ফখরুল এ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন এবং আহতদের সুস্থতা কামনা করেছেন।

কেএইচ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।