সারাদেশে সরকার পতনের আন্দোলনের আহ্বান মান্নার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আন্দোলনের সূত্র ধরে সারাদেশের মানুষকে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ছাত্র অধিকার পরিষদের ব্যানারে জেল হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ববি হাজ্জাজসহ অনেকে।

মাহামুদুর রহমান মান্না বলেন, ‘কাশিমপুর কারাগার তৈরি হয়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ আসামিদের জন্য। ওটা একটি হাই সিকিউরিটি জেল। সেখানে কেন একজন লেখককে রাখা হয়েছিল। সে অসুস্থও ছিল না।’

jagonews24

মান্না বলেন, ‘কারা কর্তৃপক্ষ বলছে, সে হাসপাতালে মারা গেছে আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা মৃত অবস্থায় পেয়েছে। এ সরকার তার বিরোধী লোকদেরকে ভয় পায় তাদেরকে ধ্বংস করে দেয়ার চেষ্টায় লিপ্ত থাকে। এভাবে বহু প্রতিবাদ তারা দমন করেছে।’

তিনি বলেন, ‘এ হত্যায় জড়িত সকলকে কাঠগড়ায় দাঁড় করাব। আর এ ডিজিটাল নিরাপত্তা আইন বলে যে ফ্যাসিবাদী আইন তারা তৈরি করেছে তা বাতিল চাই, এর মাধ্যমে আর কারও প্রাণ যাক সেটা আমরা চাই না।’

মান্না বলেন, ‘এ আন্দোলন শুধু রাজধানীতে নয়, অপেক্ষায় থাকুন সারাদেশের মানুষকে আন্দোলনের আহ্বান জানানো হবে। সেটা হবে অগণতান্ত্রিক সরকার পতনের আন্দোলন। তাতে দল-মত নির্বিশেষে সারাদেশের মানুষ অংশগ্রহণ করবে।’

jagonews24

এ সময় ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, ‘লেখক মুশতাক মারা যাওয়ার পর থেকেই ছাত্রসমাজ আন্দোলন করছে। এ আন্দোলনের কোনো ব্যানার নেই। সকলের দাবি একটাই এই কালো আইন বাতিল করতে হবে। আর মুশতাক হত্যার সঠিক বিচার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ন্যায্য দাবিগুলো নিয়ে সংগঠিত হতে পারছি না বলেই এই অবৈধ সরকার দেশে ক্ষমতায় টিকে রয়েছে। অবৈধ আইন করে সব ধরনের ভিন্নমনা মানুষের ওপর নির্যাতন করে চলেছে। আমরা বড় আন্দোলনের যাব। পরবর্তী কর্মসূচি শিগগিরই জানিয়ে দেবো।’

এনএইচ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।