খালেদার বাসায় দুই চিকিৎসক-টেকনোলজিস্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯ পিএম, ১৬ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যক্তিগত চিকিৎসকরা তার বাসায় গিয়েছেন। এছাড়া একজন টেকনোলজিস্ট সেখানে গিয়েছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১০টায় প্রথমে খালেদা জিয়ার বাসায় ল্যাবএইড হাসপাতালের টেকনোলজিস্ট শরীফ উদ্দিন সবুজ প্রবেশ করেন।

পরবর্তীতে রাত ১০টার পরে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং আল মামুন সেখানে প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।

কেএইচ/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।