হাসপাতাল থেকে বুধবার বাসায় ফিরবেন খালেদা
অডিও শুনুন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার (২৮ এপ্রিল) বাসায় ফিরবেন।
তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এফ এম সিদ্দিকী বলেন, আমরা অ্যাডমিশন দিয়ে রেখেছি এই কারণে যে, আমাদের আরও কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে। তার সুস্থতার জন্য বারবার টানা হেঁচড়া করা ঠিক হবে না। বাকি টেস্টগুলো আমরা কালকে করবো এবং সেই টেস্টের রিপোর্ট রিভিউ করে, আমরা আবার উনাকে বাসায় ফিরিয়ে নিয়ে যাব।
তিনি আরও বলেন, আসলে আমরা টেস্ট রিপোর্টগুলো দেখে তারপর ব্যবস্থা নেব। উনার ফুসফুস খুবই সুন্দর পরিষ্কার রয়েছে।
কেএইচ/এআরএ