ঢাকায় ফেরা প্রত্যেকের করোনা টেস্ট করাতে বললেন ডা. জাফরুল্লাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৬ মে ২০২১
ফাইল ছবি

ঈদে যারা রাজধানী ছেড়েছেন তাদের বিনা পয়সায় ঢাকা ফেরানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। একই সঙ্গে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পর প্রত্যেকের করোনা পরীক্ষা করানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।

রোববার (১৬ মে) দুপুরে ‘ফারাক্কা দিবস’ (মজলুম জননেতা মওলানা
ভাসানীর ফারাক্কা অভিমুখে লংমার্চ) উপলক্ষে ভার্চুয়াল নাগরিক আলোচনায় সভাপতির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘নানাভাবে অন্যায় অবিচারের মূল সূত্র জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায়। ঈদের আগে গণপরিবহন বন্ধ রাখা ছিল ভুল সিদ্ধান্ত। এতে মানুষের কষ্ট হয়েছে। মানুষ সরকারের ভুলে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে। ঈদের সময় নারীরা ঝুলে ঝুলে বাড়ি যায় এতবড় অন্যায় কোনো দিন হয় নাই।’

তিনি বলেন, ‘সরকারকে বলছি আপনারা ভুল করছেন। ভুলের পর ভুল করছেন। সরকারের উচিত হবে ইন্টার ডিস্ট্রিক্ট বাস-ট্রেন চালু করা ও বিনা পয়সায় ঢাকায় ফেরানোর ব্যবস্থা করা এবং ঢাকায় ফেরা প্রত্যেক ব্যক্তির জন্য (করোনা) টেস্টের ব্যবস্থা করা। তাহলে মওলানা ভাসানীর মতো মহানুভবতার পরিচয় দেয়া হবে।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘বিভিন্ন সময় যারা আমরা মওলানা ভাসানীর মতো ভারতের আগ্রাসন এ নির্মমতা নিয়ে আন্দোলনে যুক্ত ছিলেন তারা আজ ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করায় আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। আজ আমি বলতে চাই, মওলানা ভাসানী নিজের দেশের সংস্কৃতি, স্বার্থ নিয়ে মজলুম জনগণের সমস্যা নিয়ে সোচ্চার ছিলেন। অন্যদিকে পৃথিবীর বিভিন্ন যায়গায় অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আজ অন্তরে মওলানাকে ধারণ করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন যাবত গাজায় শিশু ও মানুষ হত্যা, নির্মমতা, নিষ্ঠুরতা চলছে আমরা কোনো প্রতিবাদই করতে পারি নাই এবং অন্তত একটা সিম্বলিক প্রতিবাদ ও করি নাই। মুসলিম রাষ্ট্র কেউ কেউ ইহুদিদের নির্মমতায় নীরব, এ সময়ে যদি মুসলিম রাষ্ট্রের নিজেদের ঝগড়া ভুলে গিয়ে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও দাঁতভাঙ্গা জবাব দেয়া যেত। শিশু ও সংবাদ মিডিয়া তারা কাউকে বাদ দেয় নাই।’

আলোচকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘ইসরায়েলের মদদ দাতা ভারত আর “র”। মোসাদের যন্ত্রপাতি অস্ত্র কারা ব্যবহার করছে এ ব্যাপারে কেউ প্রশ্ন তুলছেন না।’

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন। ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- ভাসানী অনুসারী পরিষদের নির্বাহী চেয়ারম্যান, পরিবেশবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ, জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ ড. এস আই খান, এসকাপের সাবেক অর্থনৈতিক পরিচালক ও অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম, মশিউর রহমান জাদুর মেয়ে রিটা রহমান, নিউনেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, রাষ্ট্র চিন্তার অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, পানি বিশেষজ্ঞ ম ইনামুল হক, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।

কেএইচ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।