‘তৃণমূলে টিকা নিশ্চিতে স্বেচ্ছাসেবক লীগকে তৎপর হতে হবে’
তৃণমূলে করোনার টিকা নিশ্চিতে স্বেচ্ছাসেবক লীগকে তৎপর হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘মানবসেবাই আমাদের আদর্শ, এটাই আমাদের কাজ। মানবতার সেবায় স্বেচ্ছাসেবক লীগ যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটা অব্যাহত রাখতে হবে।’
মঙ্গলবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘সব সঙ্কটে স্বেচ্ছাসেবক লীগ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা দৃষ্টান্ত। এটা আরও প্রচার হওয়া উচিত। মানবতার যে দৃষ্টান্ত উপস্থাপন করেছে, সেটা অব্যাহত রাখতে হবে। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের কাজ। আমরা চাই, সারাদেশের মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে। যাতে নিজে বাঁচে, অন্যকেও বাঁচাতে সহযোগিতা করতে পারে।’
তিনি বলেন, ‘আমাদের দেশে দুই ধরনের রাজনীতি আছে। কেউ রাজনীতি করে নিজের ভোগ বিলাস ও অর্থ কামাই করতে। কেউ রাজনীতি করে এর মাধ্যমে মানুষের সেবা করতে। যেটা জাতির পিতা করে গেছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষ এটা অনুধাবন করে সরকার জনগণের সেবক। আমরা জনগণের কল্যাণে কাজ করছি, করে যাব।’
এসময় শেখ হাসিনা তার প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্মের ইতিহাস তুলে ধরেন।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় বক্তৃতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এসইউজে/এএএইচ/এমএস