নোয়াখালী আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন
অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম। ফাইল ছবি।
বর্তমান সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এ কমিটির অনুমোদন দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নোয়াখালীর আলোচিত এ কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও তার স্ত্রীকে সদস্য রাখা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মেয়র মির্জা আব্দুল কাদেরকে রাখা হয়নি। তবে কোম্পানীগঞ্জের নামে সদস্যপদ খালি রাখা হয়েছে।
এসইউজে/বিএ/এএসএম