শাবির সংঘর্ষে বহিরাগতরা জড়িত: সোহাগ


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২১ নভেম্বর ২০১৪

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাতে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। বহিরাগত সন্ত্রাসীরা এ কর্মকাণ্ড ঘটিয়েছে। তাই এই সংঘর্ষের দায় বাংলাদেশ ছাত্রলীগ নেবে না।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি এসব দাবি করেন। সংবাদ সম্মেলনে সোহাগ বলেন, “শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনার পেছনে দায়ী বহিরাগত সন্ত্রাসীরা। তারা বিশ্ববিদ্যালয়ের কেউ না। ছাত্রলীগের সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই। যিনি মারা গেছেন তিনিও বহিরাগত ও ছাত্রলীগ থেকে বহিষ্কৃত।”

তবে ছাত্রলীগ সভাপতি বলেন, এই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কারো কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সোহাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।