বিএনপির ঢাকার সমাবেশের স্থান পরিবর্তন
দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যুতে বিএনপি রাজধানীতে যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে, তার স্থান পরিবর্তন হয়েছে। পরিবর্তিত স্থান হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্ধারিত সময়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ আগামীকাল। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ শনিবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।
এর আগে দুপুরে প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছিলেন, নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
কেএইচ/এমএইচআর