লতিফ সিদ্দিকীকে নিয়ে সরকার নাটক করছে : মির্জা ফখরুল


প্রকাশিত: ০৭:০৯ এএম, ২৫ নভেম্বর ২০১৪

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে নিয়ে সরকার নতুন নাটক শুরু করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, লতিফ সিদ্দিকীর পরিবারের অন্য সদস্যরা বলছে, লতিফ সিদ্দিকী দেশে ফিরেছেন কিনা তা তারা জানেন না। তাই লতিফি সিদ্দিকী দেশে ফিরেছেন কিনা তা জাতি জানতে চায়।

লতিফ সিদ্দিকী দেশে ফিরে থাকলে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? -এমন প্রশ্নরেখে মির্জা ফখরুল বলেন, আমরা সুস্পষ্টভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই লতিফ সিদ্দিকী কোথায় আছেন, তিনি কীভাবে দেশে এলেন? আমাদের তা জানাতে হবে।

লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে হলে স্পিকারের অনুমতি লাগবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সোমবার জাতীয় সংসদের স্পিকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাকে গ্রেফতার করতে হলে তার পারমিশন লাগবে না।

যদি লতিফ সিদ্দিকী দেশে ফিরে থাকেন তাহলে দ্রুত তাকে গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।