জনগণ আওয়ামী লীগ-বিএনপিকে বিশ্বাস করে না, বিকল্প চায়: মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি নেই। মানুষ এখন আওয়ামী লীগকে বিশ্বাস করে না। আবার বিরোধী দল হিসেবে বিএনপিকেও বিশ্বাস করে না। তারা বিকল্প চান। আমরা সেই চেষ্টা করছি।’
মঙ্গলবার (২ অগাস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলন এ সভার আয়োজন করে।
মান্না বলেন, ‘খুব শিগগির গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটবে। এটি বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠবে। আমরা একটা পরিবর্তন চাই এবং মানুষকে সেটি বোঝাতে হবে। এ পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন না, রাষ্ট্র ব্যবস্থারও পরিবর্তন।’
তিনি বলেন, ‘মানুষ জিজ্ঞাসা করে, আওয়ামী লীগ সরকার চেঞ্জ হলে কে আসবে? শুধুমাত্র আওয়ামী লীগের বদলে বিএনপি আসলে জনগণের লাভ কী? আমরা একটা সুন্দর কেয়ারটেকার সরকার চাই, সেই সরকারের অধীনে নির্বাচন হোক। কিন্তু সেই নির্বাচনে সরকার কে হবে, সেটাই প্রশ্ন।’
মান্না আরও বলেন, ‘আমাদের দল বড় নয়, লোক কম। ডাকলেই লাখ লাখ লোক আসে না। তাতে কী, রাজনীতিতে কোয়ালিটির চেয়ে দরকার কোয়ানটিটি ৫০ বছর নিষিদ্ধ থাকার পরও মিশরে মুলিম ব্রাদারহুড ক্ষমতায় এসেছে।’
জ্বালানি সংকট নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ সরকার বলেছিল, আমরা ডিজেলের ব্যবস্থা করেছি। এখন বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। অথচ আমরা এত বছর বললাম, আপনারা কেনো সম্ভাবনাময় অপসর কিংবা অনসরে এক্সপ্লোরেশন করছেন না। এখন আবার এত বছর পর সংকটের মাথায় তারা বলছে- গবেষণা চলছে, এত ঘনফুট ওত ঘনফুট গ্যাস আসবে। মিথ্যার একটা সীমা আছে।’
জনশুমারির ভুল তথ্যের সমালোচনা করে মান্না বলেন, ‘জনশুমারি করলো তারা, আমার পরিবারের কাছে আসেনি। এখানেও অনেকের কাছে আসেনি। দুই কোটি মানুষকে বাদ দেওয়ার কারণ কী হতে পারে? মাথাপিছু আয় বেশি দেখানো। তাছাড়া তো আর কোনো কারণ দেখছি না।’
মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, জাতীয় লীগের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, স্বদেশি গণতান্ত্রিক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন ভূঁইয়া।
ভাসানী অধিকার পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
এমআইএস/এএএইচ/এমএস