করোনায় আক্রান্ত মেনন, ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১২ আগস্ট ২০২২
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১টায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মো. রাশেদ খান মেনন করোনা পজেটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রাশেদ খান মেনন করোনা পজেটিভ হয়ে হাসপাতালের নতুন ভবনের ১০৫ নম্বর ভিডিপি ক্যাবিনে চিকিৎসাধীন।

কাজী আল-আমিন/আরএডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।