বাম জোটের নতুন সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৮ আগস্ট ২০২২

বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়।

জানা গেছে, তিন মাস পর পর বাম জোটের সমন্বয়ক পরিবর্তন করা হয়। সেই ধারাবাহিকতায় রুহিন হোসেন প্রিন্স এ পদে এলেন। তার আগে বাম জোটের সমন্বয়ক ছিলেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার।

এইচএ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।