প্রতিটি গুমের বিচার দেশের মাটিতেই হবে: গণফোরাম
বাংলাদেশে গুম হওয়া নাগরিকদের দায়ভার সরকারের। এসব গুমের বিচার এ দেশের মাটিতেই হবে। মঙ্গলবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলে গণফোরাম।
গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিজ্ঞপ্তিতে বলেন, বাংলাদেশের প্রতিটি গুম হওয়া নাগরিকের দায়ভার সরকারের। গুমের বিচার এ দশের মাটিতেই হবে। নাগরিককে গুম করার চেয়ে নিকৃষ্ট কাজ আর হতে পারে না।
তারা বলেন, বিরোধীদলের নেতাকর্মী, সামাজিক আন্দোলনের কর্মী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন অ্যাক্টিভিস্টরা সবসময় ভয়ে দিন যাপন করছে এ গুম আতঙ্কে।
তারা আরও বলেন, গণফোরাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সমুন্নত রেখে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে গুমমুক্ত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।
উল্লেখ্য, ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া সব ব্যক্তির জন্য আন্তর্জাতিক সনদ হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়।
এমআইএস/এমআইএইচএস/এএসএম