রঙ্গিনের রঙিন স্বপ্ন পূরণ গ্লাডিওলাস ফুল চাষে


প্রকাশিত: ০১:২২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

সিটি কর্পোরেশন এলাকায় উচ্চ মূল্যের ফুল চাষের মধ্যে একটি হচ্ছে গ্লাডিওলাস ফুল চাষ। এই ফুলের চাষ একদিকে যেমন লাভজনক অন্যদিকে নান্দনিক।
রাজশাহীর আরডিএ আবাসিক এলাকায় মতিহারের মেট্রোপলিটন কৃষি অফিসের সহযোগিতায় ১০ কাঠা জমিতে বারি গ্লাডিওলাস ফুলের ৩টি জাতের চাষ করেছেন গাওসুল আজম রঙ্গিন নামের এক যুবক।

এই ফুলের চাষ করতে তার ব্যায় হয়েছে ১৭ হাজার টাকা আর উৎপাদিত প্রায় ১০ হাজার গ্লাডিওলাস ফুলের স্টিক বিক্রি করে পাবেন ৭০ থেকে ৮০ হাজার টাকা। এতে লাভ হবে প্রায় ৪৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা।

এ বিষয়ে ফুলচাষি গাওসুল আজম রঙ্গিন জানান, এসব ছাড়াও প্রায় আরো ১০ হাজার বীজ কন্দ বা করম তার সংগ্রহে থাকবে। যার বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। মহানগরীর মধ্যে স্বল্প জমিতে উচ্চ মূল্যের ফুল চাষ করে তার মতো অনেকেই লাভবান হতে পারে।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা (মতিহার) উম্মে ছালমা জানান, সিটি কর্পোরেশন এলাকায় ফুল চাষ একটি প্রযুক্তি। বাসা বাড়িতে ছাড়া ফুল চাষ একদিকে যেমন লাভজনক অন্যদিকে তেমনি নান্দনিক। বাজারে ফুলের চাহিদাও রয়েছে প্রচুর।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন এলাকায় মাঠ ফসল চাষের সুযোগ খুবই কম। কাজেই স্বল্প জমিতে উচ্চ মূল্যের ফসল ও ফুল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।

শাহরিয়ার অনতু/এফএ/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।