ন্যাপ ভাসানীর সঙ্গে সংলাপে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৩ অক্টোবর ২০২২

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে চলমান সংলাপের অংশ হিসেবে ন্যাপ ভাসানীর সঙ্গে সংলাপে বসেছে বিএনপি।

রোববার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির পক্ষ থেকে যথারীতি সংলাপে অংশ নেন।

অন্যদিকে, ন্যাপ ভাসানী সভাপতি আজহারুল ইসলামের নেতৃত্বে সংলাপে অংশ নেন অতিরিক্ত মহাসচিব মো. আকমল হোসেন, প্রেসিডিয়াম সদস্য মো. নূরুল আমিন, উপদেষ্টা পরিষদের সদস্য মো. মহসিন তফাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আজিজুল হক, ক্যান্টনমেন্ট থানা সভাপতি মো. ছাইফুল ইসলাম, মো. লুৎফর রহমান, মো. শাহীন আলম, মো. সাকীব, মো. আল আমিন।

কেএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।