রাজনীতিতে ব্রিজ তৈরি দরকার : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০২:১৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

আমরা পদ্মা সেতুর মতো ব্রিজ করছি কিন্তু আমাদের রাজনীতিতে ব্রিজ নেই। এখানে দেয়াল রয়েছে, তাই রাজনীতিতে ব্রিজ তৈরি দরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
 
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিন্ট্রেশনে (আইবিএ) ‘এসিবিএ রি-ইউনিয়ন ২০১৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, রাজনীতিতে আরও ভাল মানুষ প্রয়োজন। রাজনীতিতে সৎ, পরিচ্ছন্ন এবং চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে এমন মানুষের আসা চাই। তাহলে দেশ আরও এগিয়ে যেতে পারবে।
 
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করে ভুল করেন নি। তার প্রমাণ আজ জাতির সামনে স্পষ্ট। আর্থ-সামাজিক থেকে শুরু করে সব সূচকে পাকিস্তানের চেয়ে দেশ এগিয়ে আছে। পাকিস্তান কি পারবে নিজস্ব অর্থায়নে সাড়ে ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেতু ‘পদ্মা সেতু’ তৈরী করতে? এ অসম সাহসী নেত্রীর নাম শেখ হাসিনা। এটি স্বীকার করতেই হবে।’
 
ওবায়দুল কাদের বলেন, বিশ্ব ব্যাংক আমাদের চোর বানাতে চেয়েছে। কিন্তু আমরা প্রমাণ করেছি, আমরা চোর নয়, বীরের জাতি। পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মে মাসে সেতুর ফিনিশিং লেয়ারের কাজ শেষ হবে।
 
বাংলাদেশের অনুর্ধ্ব-১৯টিমের সেমিফাইনালে হারের দায় নিজের উপর নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, আমি অসুস্থতার কারণে সময়মত যেতে পারিনি। আমি গেলে কখনো আগে ব্যাট করতে দিতাম না। এ একটি ভুলের কারণে সবচেয়ে ফেভারিট টিমটি হেরে গেছে। নতুন প্রজন্মের তিনটি ভালো গুণ রয়েছে, যার একটি হলো দেশ প্রেম, একটি সাফল্যের ক্ষেত্রে এরা দৃঢ় এবং কাউকে ভয় না করা।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইবিএ-এর সাবেক পরিচালক অধ্যাপক আব্দর রব, বর্তমান পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ, ব্রিগেডিয়ার মাহবুব উর রহমান, এসিবিএ এর সমন্বয়ক ড. মহিউদ্দিন প্রমুখ।
 
এমএইচ/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।