জাতীয় পার্টি ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর
জাতীয় পার্টি ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের মুখপাত্র হলেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়কদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হ। রোববার (৬ নভেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ আদেশের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, যুগ্ম আহ্বায়কদের মতামত ও সর্বসম্মতিক্রমে পার্টির দশম কাউন্সিল না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদ জাতীয় পার্টি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
যুগ্ম আহ্বায়কদের চূড়ান্ত সিদ্ধান্ত ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্'র সুপারিশক্রমে কাজী মামুনুর রশীদের নিয়োগ অনুমোদন দিয়েছেন বেগম রওশন এরশাদ।
এতে আরও বলা হয়, এ আদেশ এরই মধ্যে কার্যকর হয়েছে। এখন থেকে যেকোনো সংবাদ ও তথ্য বা সাংগঠনিক আদেশ সংবাদ মাধ্যমে সরবরাহ করা হবে মুখপাত্রের পর্যবেক্ষণ ও অনুমোদন সাপেক্ষে। যা গণমাধ্যমে পাঠানো করা হবে প্রেস উইংয়ের মাধ্যমে।
এইচএস/এমএএইচ/জেআইএম