নালিতাবাড়ীতে ১২ ইউনিয়নে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে তৃণমূলের আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সোমবার চেয়ারম্যান প্রার্থীদের তালিকা দলীয়ভাবে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নালিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক।
তিনি জানান, প্রাথমিকভাবে বাছাই শেষে যেসব ইউপি চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে তারা হলেন, ১নং পোড়াগাঁও ইউনিয়নে আদিবাসী নারী প্রার্থী বন্দনা চাম্বুগং, ২নং নন্নী ইউনিয়নে বিল্লাল হোসেন চৌধুরী, ৩নং রাজনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, ৪নং নয়াবিল ইউনিয়নে নুর ইসলাম, ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা, ৬নং কাকরকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল, ৭নং নালিতাবাড়ী ইউনিয়নে আসাদুজ্জামান আসাদ, ৮নং বাঘবেড় ইউনিয়নে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, ৯নং মরিচপুরান ইউনিয়নে শফিক আহাম্মেদ, ১০নং যোগানিয়া ইউনিয়নে হাবিবর রহমান হাবি, ১১নং রূপনারায়ণকুড়া ইউনিয়নে মিজানুর রহমান মিজান ও ১২নং কলসপাড় ইউনিয়নে আবুল কাশেম।
দলীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভা শেষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হক। এর আগে পৌর শহরের আওয়ামী লীগ কার্যালয়ে দুই দফায় ১২ ইউনিয়নের কার্যকরী কমিটি ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন চাইলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপর প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব ন্যস্ত করা হয়। তারা আলাপ-আলোচনার ভিত্তিতে তৃণমূল নেতাদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান পদে উল্লেখিতদের মনোনয়ন দেওয়া হয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপে যে ৭৫২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে তার মধ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন রয়েছে।
হাকিম বাবুল/এমএএস/আরআইপি