৬ ডিসেম্বর ‘সংবিধান সংরক্ষণ দিবস’ পালন করবে জাপা

আগামী ৬ ডিসেম্বর) সংবিধান সংরক্ষণ দিবস পালন করবে জাতীয় পার্টি (জাপা)। ওইদিন বেলা ১১টায় দলীয় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে সভা করবে জাপা।
জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় তিনি সর্বস্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
শনিবার (২ নভেম্বর) জাপার দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৯০ সালের ৬ ডিসেম্বর হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতির পদ থেকে সংবিধান অনুযায়ী পদত্যাগ করেন। তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টি প্রতি বছর ৬ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে সংবিধান সংরক্ষণ দিবস পালন করে আসছে।
ওইদিন গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
আরও পড়ুন: জিএম কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার ক্ষমতা ছাড়ার ওইদিনকে ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। আর ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে দিনটি পালন করে আসছে এরশাদের দল জাতীয় পার্টি।
দিবসটি উপলক্ষে ৬ ডিসেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আলাদা কর্মসূচি পালন করবে।
এসএম/ইএ/এমএস