আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে সাদেকা-ফারজানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

তারিক সুজাত, তারানা হালিম, মোহাম্মদ এ আরাফাত ও নির্মল চ্যাটার্জীকে মনোনীত করা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য।

অন্যদিকে অধ্যাপক সাদেকা হালিম ও ফারজানা ইসলামকে করা হয়েছে উপদেষ্টা পরিষদ সদস্য।

রোববার (১ জানুয়ারি) রাতে দলীয় সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

ওই সভা থেকে ৬টি আসনের উপ-নির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। তিন আসনে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বগুড়া-৬ রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওদুদ।

এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে ১৪ দলের জাসদ প্রার্থী দেবে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে।

এসইউজে/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।