আন্দোলন নস্যাৎ করতে বিভিন্ন কৌশল অবলম্বন করবে সরকার: ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে তা দমন বা নস্যাৎ করতে বিভিন্ন কৌশল অবলম্বন করবে সরকার ও তাদের এজেন্টরা। এ জন্য তারা বিভিন্ন রকমের গল্পও তৈরি করবে। তবে, এ নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আমাদের বিষয় হচ্ছে জনগণকে আরও ঐক্যবদ্ধ করে এ সরকারকে সারানো। এর বাইরে আমাদের কোনো চিন্তা নেই।’

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বিএনপির মহাসচিব।

আরও পড়ুন>> উন্নয়নের নামে সরকার জনগণকে বোকা বানাচ্ছে: ফখরুল

মির্জা ফখরুল বলেন, এ সরকারের পতনের লক্ষ্যে আমরা যে গণ-আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য গণতন্ত্র মঞ্চ ও বিএনপি আগের কর্মসূচিগুলো পর্যালোচনা করেছি। এছাড়া পরবর্তীতে কী কর্মসূচি নেওয়া যাবে সে বিষয়ে আলোচনা করেছি।

যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী অন্যান্য দলের সঙ্গেও অতিদ্রুত বৈঠক হবে জানিয়ে ফখরুল বলেন, আগামী চার ফেব্রুয়ারি যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে সফল করা এবং এরপরে কী কর্মসূচি নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবো।

আরও পড়ুন>> ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া বিএনপি: কাদের

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এছাড়া যারা বন্দি রয়েছেন তাদের মুক্তির দাবি জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, এ আন্দোলনে শরিক হওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। সত্যিকার অর্থে গণতন্ত্রকে মুক্তির লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আরও বৃহত্তর ঐক্য সৃষ্টি করে আন্দোলনের ব্যাপারে একমত হয়েছি।

আরও পড়ুন>> ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা

গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যুগপৎ আন্দোলন সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য কাজ করছি। আমরা চারটি কর্মসূচি পালন করেছি। কর্মসূচিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ধীরে ধীরে এ কর্মসূচি বিজয়ের যেতে চাই। কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে আলোচনা করেছি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির লিয়াজোঁ কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু ও মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>> ৪ ফেব্রুয়ারি সব বিভাগে সমাবেশ করবে বিএনপি

গণতন্ত্র মঞ্চের পক্ষে লিয়াঁজো কমিটির সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহিত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।