দুই মাস কারাভোগের পর জামিনে মুক্ত যুবদল নেতা নয়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩
যুবদল নেতা নুরুল ইসলাম নয়নের মুক্তির পর নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান

রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এসময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেলগেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

কারাগার থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা নয়নকে নিয়ে যান নয়াপল্টনে কেন্দ্রীয় কর্যালয়ে। এ সময় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন ও তাদের উদ্দেশে বক্তব্য দেন।

রোববার হাইকোর্ট থেকে জামিন পান নুরুল ইসলাম নয়ন। বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তাকে আটক করা হয়। ওইদিন রাত পৌনে ১১টার দিকে রাজধানীর আমিনবাজার থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। পরে পল্টন থানার মামলায় নয়নকে গ্রেফতার দেখানো হয়।

এদিকে, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু হাইকোর্ট থেকে জামিন পেলেও প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে না পৌঁছানোয় তিনি আজ মুক্তি পাননি।

কেএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।