আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুরোপুরি রাজনৈতিক ধান্ধা: মান্না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০৫ মার্চ ২০২৩

আওয়ামী লীগকে নিয়ে ভালো কথা বলার সুযোগ নেই মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঘৃণা করার মতো একটা শাসক দেশের ক্ষমতায় আছে। তাদের নিয়ে কোনো ভালো কথা বলার সুযোগ নেই। ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তিটা পুরোপুরি রাজনৈতিক ধান্ধার জন্য করা হয়েছে।

রোববার (৫ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

আরও পড়ুন>> আদানির বিদ্যুৎ আমদানির চুক্তি বাতিলের দাবি জাফরুল্লাহর

আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ আমদানির অসম চুক্তি বাতিলের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।

সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর, সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

আরও পড়ুন>> দেশে জবাবদিহিমূলক সরকার থাকলে আদানির সঙ্গে চুক্তির সাহস করতো না

এমএমএ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।