ভোট চোরদের তালিকা হচ্ছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১১ মার্চ ২০২৩
মানববন্ধনে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

ভোট চুরির সাথে জড়িতদের তালিকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের সঙ্গে থেকে বিভিন্ন নির্বাচনে ভোট চুরির সাথে জড়িত তাদের তালিকা করা হচ্ছে।’

শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর কাজির দেউরি নুর আহম্মেদ সড়কে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দিকে। বাংলাদেশের মানবাধিকার, অর্থপাচার, বাকস্বাধীনতার দিকে সবার নজর। বাংলাদেশের অসংখ্য মানুষ না খেয়ে থাকছে। আর এক শতাংশের নিচের মানুষ হাজার কোটি টাকার মালিক হয়েছে। কোটি টাকা লোপাট করেছে, বিদেশে পাচার করেছে। এ টাকা ফেরত দিতে হবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। রাস্তাঘাটে, পথে, মাঠে, সমাবেশে সব জায়গায় আজ একটাই প্রশ্ন ফ্যাসিস্ট সরকার কবে বিদায় হবে। আমরা নিঃশ্বাস ফেলতে পারছি না। আরও কিছুদিন এ অবৈধ সরকার যদি থাকে আমরা কেউ বাঁচবো না। শ্বাসরুদ্ধকর অবস্থায় প্রতিটি দিন অতিবাহিত করছি। দেশকে মুক্ত করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের জনগণের স্পষ্ট বার্তা।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় যে বিস্ফোরণ হচ্ছে, তা রাজনীতিকরণের চেষ্টা চলছে। একটা সরকারের আমলে যখন এগুলো ঘটে, তখন সেই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে প্রমাণিত হয়। তারা রাজনীতি করছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য। এরশাদের পতনের সময় মন্দিরে মন্দিরে আক্রমণ হয়েছিল। স্বৈরাচারদের যখন পতন ঘনিয়ে আসে, তখন তারা এ ধরনের কর্মকাণ্ড করেন। বর্তমানে আওয়ামী লীগেরও কোনো রাজনীতি নেই। এ দলটি রাজনৈতিকভাবে দৈন্যদশায় পড়েছে। দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার অন্য খেলাধুলায় ষড়যন্ত্রে নেমেছে।’

সাবেক এ মন্ত্রী বলেন, বিশ্বের উন্নত দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা আইন করছে, ভোট চুরির সঙ্গে যারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসবে। এটা তো বাইরে থেকে আসবে, ভেতর থেকে তাদের বিচার হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, আবদুল মান্নান, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্যসচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নসরুল কদির, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, এ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম জানে আলম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা নুরুল্লাহ বাহার প্রমুখ।

ইকবাল হোসেন/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।