খালেদা সোয়া কোটি ভুয়া ভোটার করেছিলেন : ওমর ফারুক


প্রকাশিত: ০২:২২ পিএম, ০২ মার্চ ২০১৬

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রধান খালেদা জিয়ার শাসনামলে দেশে অবৈধভাবে সোয়া কোটি ভুয়া ভোটার করা হয়েছিল। এই ভুয়া ভোটারের মাধ্যমে তারা চিরস্থায়ী ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। কিন্তু জনগণ তাদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দেয়।

বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন খালেদা জিয়া শুধু মিথ্যাচার বলে রাজনীতি করেন। তার রাজনীতির প্রধান নীতিই ছিল মিথ্যা বলা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদেশ থেকে চাল আমদানি করতে হয় না। আমাদের দেশে উৎপাদন করে বর্তমানে দেশের চাল বিদেশে রফতানি করা হচ্ছে।

তিনি আরো বলেন, বিএনপি অপপ্রচারের রাজনীতি করতেন। তারা বিগত সময়ে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন অপপ্রচার করেছিলেন। আওয়ামী লীগ সাত বছর হলো ক্ষমতায় রয়েছে, আপনারা বলেন মসজিদে কি আযান হয় না উলু ধ্বনি হয়? বিএনপির এসব অপপ্রচার বন্ধ করতে দলীয় নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান করেন তিনি।  

পথসভায় সোনারগাঁও উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আলী হায়দারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, মোগারাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান মাহাবুব হোসেন সরকার, সাদীপুর ইউপি চেয়ারম্যান আ. রশিদ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান দেওয়ার উদ্দিন চুন্নু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় উপ-কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা নাছরিন সুলতানা ঝড়া, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফজলে রাববী প্রমুখ।

মো. শাহাদাত হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।