চলচ্চিত্র পরিচালক রয়েল খানের মায়ের মৃত্যু
চিত্রপরিচালক রয়েল খান
‘গেম’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা রয়েল খানের মা আর বেঁচে নেই। ইন্নানিল্লাহি... গতকাল বুধবার রাত ৯টায় তিনি পাবনা জেলায় নিজ বাড়িতে গ্যাস জনিত জটিতলতায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নির্মাতা রয়েল খানের পারিবারিক সূত্র থেকে জানা যায়, গতকাল রাত ৮ নাগাদ তিনি হঠাৎ অসুস্থ অনুভব করেন। এরপর নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।
আরো জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়েছে।
‘গেম’ ছবির সাফল্যের পর রয়েল খান বর্তমানে নিরব, তমা মির্জা ও লাবণ্যকে নিয়ে ‘গেইম রিটার্নস’ ছবির নির্মাণ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। গতকাল ছিলো ছবিটির একটি আইটেম গানের দৃশ্যধারণ। সেখানেই মায়ের মৃত্যুর খবর পেয়ে পাবনায় ছুটে যান নির্মাতা রয়েল খান।
এন/এলএ