মীর কাসেমের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি সিপিবির
মীর কাসেম আলীর ফাঁসির রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সন্তোষ প্রকাশ করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে সন্তোষ প্রকাশ করেন পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
মীর কাসেম আলীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে তারা বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ ন্যায়বিচারের পক্ষে। এই রায়ে সমগ্র দেশবাসীর সঙ্গে আমরাও স্বস্তি প্রকাশ করছি।
একই সঙ্গে তারা ব্যক্তির পাশাপাশি রাজনৈতিক দল ও শক্তি এবং আন্তর্জাতিকক্ষেত্রে মার্কিন সাম্রাজ্যবাদসহ যেসব দেশ ও মহল যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার ও জবাবদিহিতার ব্যবস্থা করতে দ্রুতই উচ্চ পর্যায়ের কমিশন গঠন করার দাবি জানান।
বিবৃতিতে নেতারা আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াত-শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।
একে/আরআইপি