আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস


প্রকাশিত: ০৪:১২ এএম, ১০ মার্চ ২০১৬

আজ বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্যোগ পাবো না ভয়, দুর্যোগতে আমরা করবো জয়’। এ উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে দেশজুড়ে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছে। এবার প্রথমবারের মতো ১০ মার্চ দিবসটি পালিত হচ্ছে। এর আগে প্রতি বছর মার্চের শেষ সপ্তাহের বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের সিদ্ধান্ত ছিল।

তবে ২০১৫ সালে স্বাধীনতা দিবস মার্চ মাসের শেষ বৃহস্পতিবার পড়ে। ফলে একই দিনে দুর্যোগ প্রস্তুতি দিবস পালনে সমস্যার পড়ে মন্ত্রণালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বুধবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় ১০ মার্চ দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ অনুমোদন নিয়ে গত বছর ৩১ মার্চ দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। ওই সময় মন্ত্রিপরিষদ বিভাগ একটি নির্দিষ্ট দিনে এই দিবস পালনের নির্দেশনা দিয়েছিল।

জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।