সুষ্ঠু নির্বাচন চেয়েছি, ক্ষমতায় বসাতে বলিনি: নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৩ মে ২০২৩

ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা কখনো বলিনি ক্ষমতা ছেড়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিন। আমরা নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছি। আমরা বলেছি, আজ পর্যন্ত আপনাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি।

বুধবার (২৩ মে) রাজধানীর গাবতলী থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উচ্চ আদালতের নির্দেশনা অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে এ পদযাত্রা কর্মসূচি করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

পদযাত্রা উপলক্ষে দুপুরের আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে হাতে রঙ-বেরঙের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সমাবেশস্থলে জড়ো হন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, আমরা জনগণের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি। এরই মধ্যে আমাদের অনেক সাথী প্রাণ দিয়েছে। আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তারা পালিয়ে আছে। হাজার হাজার নেতাকর্মী ঢাকায় এসে রিকশা চালাচ্ছে, দোকানে কাজ করছে।

সরকারের সহায়তায় একটা গোষ্ঠী বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে বলেও এসময় অভিযোগ করেন তিনি।

সমাবেশ ও পদযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, কামরুজ্জামান রতন, কৃষকদলের হাসান জাফির তুহিন, যুবদলের সফিকুল ইসলাম মিল্টন, মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ইয়াছিন আলী, মহিলা দলের সুলতানা আহম্মেদ, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, জাসাসের হেলাল খান, ওলামা দলের নজরুল ইসলাম, মৎস্যজীবী দলের আ. রহিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর বিএনপির এম কফিল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতাউর রহমান চেয়ারম্যান, মহানগর সদস্য এবিএমএ রাজ্জাক, হাজী ইউসুফ, দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু ও ইঞ্জিনিয়ার মজিবুল হক, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, শাহআলী থানা বিএনপির আহ্বায়ক এস এম কায়সার পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সেলিম দেওয়ান গিয়াস ও সোলাইমান দেওয়ান, দারুসসালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সায়েম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিকেল সাড়ে চারটায় গাবতলী বাগবাড়ী আইএফআইসি ব্যাংকের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। সেটি টেকনিক্যাল ও কল্যাণপুর বাসস্ট্যান্ড হয়ে পঙ্গু হাসপাতালের সামনে আগারগাঁও ৬০ ফিট রোডে এসে শেষ হয়।

কেএইচ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।