তৃণমূল নেতাকর্মীদের ঢাকা আসতে বাঁধা দেয়া হচ্ছে


প্রকাশিত: ০৭:৫১ এএম, ১৫ মার্চ ২০১৬

বিএনপির আসন্ন ষষ্ঠ কাউন্সিল সফল করতে তৃণমূল থেকে যেসব নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় আসা শুরু করেছেন তাদেরকে পথে পথে বাধা দেয়ার অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ।

মঙ্গলবার দুপুরে কাউন্সিলস্থল ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি যারা বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসছেন তাদেরকে আর এলাকায় ফিরতে না দেয়ারও হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ।

হান্নান শাহ বলেন, কাউন্সিল সফলে ৯৮ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বিএনপি কতটা সুশৃঙ্খল দল এ কাউন্সিলে তারও প্রতিফলন হবে বলে জানান তিনি।

এমএম/এমএমজেড/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।