ব্রাদারের মনোক্রোম লেজার প্রিন্টার বাজারে
গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এল বিশ্বখ্যাত ব্রাদারের নতুন মনোক্রোম লেজার ‘এইচএল-এল২৩৬৫ডিডাব্লিউ’। ওয়্যারড ও ওয়্যারলেস নেটোয়ার্ক সম্পন্ন এই প্রিন্টারটি একটি পৃষ্ঠার দুই পাশেই প্রিন্ট করতে সক্ষম । প্রিন্টারটি ওয়াইফাই নেটওয়ার্কিং এবং ক্লাউড নেটোয়ার্কিং এর মাধ্যমে যেকোন ডিভাইস থেকে প্রিন্ট করতে সক্ষম।
এছাড়াও এই প্রিন্টারটি প্রতি মিনিটে ৩০ পৃষ্ঠা প্রিন্ট করতে সক্ষম। প্রিন্টারটির রয়েছে ৩২ মেগাবাইট মেমোরী, ৬০০ বাই ৬০০ ডিপিআই প্রিন্টিং রেজ্যুলেশন। তিন বছরের ওয়ারেন্টিসহ এই প্রিন্টারটির মূল্য ১৩,৫০০ টাকা।
আরএম/এআরএস/আরআইপি