পানি সম্পদ মন্ত্রণালয়ে আউটসোর্সিং নয় : সংসদীয় কমিটি


প্রকাশিত: ১১:২০ এএম, ১৬ মার্চ ২০১৬

পানি সম্পদ মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির যেকোন পদে আউটসোসিংয়ের পরিবর্তে সরাসরি নিয়োগের ব্যবস্থা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।   

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটির সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, এ. কে. এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান দুলাল, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, রেজওয়ান আহাম্মদ তৌফিক, অনুপম শাহজাহান জয় ও সেলিনা জাহান লিটা বৈঠকে অংশ নেন।

বৈঠকে ১৭তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার অর্ন্তগত লংগন, বেমালিয়া ও বলভদ্র নদী পুনঃখনন প্রকল্প ও ভৈরব নদী পুনঃখনন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এছাড়া সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্য জিওগ্রাফিক সার্ভিসেসের চলমান কার্যক্রম সম্পর্কে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

বৈঠকে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের নবর্নিমিত ভবনের জন্য ৩৫ কোটি টাকার মধ্যে ১০ কোটি টাকা ছাড়করণের নিমিত্ত অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহম্মদ খানসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা ও এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।