ইয়েমেনে সৌদি হামলা তদন্তের আহ্বান মুনের


প্রকাশিত: ০৩:৪৮ এএম, ১৮ মার্চ ২০১৬

ইয়েমেনে সৌদি বিমান হামলা তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। দেশটির হাজ্জা প্রদেশের মাস্তাবা এলাকার জনাকীর্ণ আল-খামিস বাজারে মঙ্গলবারের ওই ভয়াবহ হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০৭ ব্যক্তি নিহত এবং কয়েকশ’ লোক আহত হয়।

এ ছাড়া, বুধবার ইয়েমেনের পশ্চিম-মধ্যাঞ্চলীয় প্রদেশ মা’আরিবের হারিব বিহান শহরে হামলা চালিয়ে সেখানকার প্রধান জলাধার ধ্বংস করে দেয় সৌদি জঙ্গিবিমান। তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

বান কি মুনের দপ্তর থেকে বুধবার এক বিবৃতিতে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এ বিমান হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় তিনি খুবই মর্মাহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সব পক্ষের আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইন মেনে চলা উচিত। কোনো বেসামরিক স্থাপনায় হামলা সুস্পষ্টভাবে দু`টি আইনকেই লঙ্ঘন করে। তাই এ ধরনের আভিযান সম্পূর্ণ নিষিদ্ধ। যথাসময়ে এ হামলার কার্যকর ও স্বাধীন তদন্ত করা হবে বলেও উল্লেখ করেন মহাসচিব।

বিবৃতিতে বান কি মুন সব ধরনের সামরিক অভিযান থেকে বিরত থেকে, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মতভেদ দূর করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, সব পক্ষের আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইন মেনে চলা উচিত। কোনো বেসামরিক স্থাপনায় হামলা সুস্পষ্টভাবে দু`টি আইনকেই লঙ্ঘন করে। তাই এ ধরনের আভিযান সম্পূর্ণ নিষিদ্ধ। যথাসময়ে এ হামলার কার্যকর ও স্বাধীন তদন্ত করা হবে বলেও উল্লেখ করেন মহাসচিব।

উল্লেখ্য, ইয়েমেনের হাজ্জাহ প্রদেশ বর্তমানে হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে, হুথি যোদ্ধারা দেশটির রাজধানী সানা দখল করে নেয়। পরবর্তীতে তারা দেশটির দক্ষিণাঞ্চলেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপর ২০১৫ সালের মার্চে সৌদি আরবসহ কয়েকটি দেশ যৌথভাবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।