ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান : গাভাস্কার


প্রকাশিত: ০৫:০৬ এএম, ১৮ মার্চ ২০১৬

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার। কিছুতেই যেন মেনে নিতে পারছে না ভারতীয়রা। নিউজিল্যান্ডকে এত কম রানের ভেতর আটকিয়েও নিজেদের লজ্জাজনক ব্যাটিংয়ের কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভারতীয় ব্যাটিং লাইনআপ। এ অবস্থায় ১৯শে মার্চ পরের ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। আর এ ম্যাচে ভারতের চেয়ে পাকিস্তানকেই এগিয়ে রাখছে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।

গাভাস্কার বলেন, ‘নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারের ফলে পাকিস্তানের বিরুদ্ধে চাপে থাকবে ভারতীয় দলই। তাই আমি মনে করি, শনিবার পাকিস্তানই ফেবারিট হিসেবে মাঠে নামবে। তবে শেষ পর্যন্ত যারাই জিতুক ম্যাচ কিন্তু জমবে। লড়াইটা হবে ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তানের ধারালো বোলিংয়ের। বিশেষ করে ওদের মোহাম্মদ আমিরের বিরুদ্ধে রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানেকে শুরুতে সতর্ক থাকতে হবে।’

আরআর/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।