সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যরা শুক্রবার সন্ধ্যা ৭টায় বৈঠকে বসছেন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, আসন্ন ইউপি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
এএসএস/এএইচ/পিআর