সাঈদীর গায়েবানা জানাজায় বাধা

১৮ আগস্ট দোয়া, ২৩ তারিখে প্রতিবাদ মিছিল করবে জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৬ আগস্ট ২০২৩

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গায়েবানা জানাজা করতে চেয়েছিল দলটি। তবে তাদের গায়েবানা জানাজা করতে না দেওয়ার প্রতিবাদে দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।

তিনি বলেন, আমরা আজ দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সাঈদীর গায়েবানা জানাজা করতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। গায়েবানা জানাজায় হামলা, ফুরকান উদ্দীনের মৃত্যু, গ্রেফতার ও পুলিশের গুলিতে আহত করার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করছি। আগামী শুক্রবার (১৮ আগস্ট) সারাদেশে দোয়া, বুধবার (২৩ আগস্ট) সারাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করা হবে।

কেএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।