ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দিলে প্রতিরোধের হুঁশিয়ারি


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২১ মার্চ ২০১৬

ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দেয়া হলে সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সংগঠটির নেতারা।

এসময় তারা বলেন, আদালত যদি রিটের পক্ষে রায় ঘোষণা করেন তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যেতে পারে। সংবাদ সম্মেলনে মাওলানা জুনায়েদ বাবুনগরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

সংবাদ সম্মেলনে আগামী ২৫ মার্চ শুক্রবার সারাদেশে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করার ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘এভাবে রাষ্ট্রধর্ম বাদ দেয়ার জন্য হাইকোর্টে রিট করা উদ্দেশ্যমূলক, আগেও এ নিয়ে একাধিক রিট হয়েছিলো তবে তা খারিজ করে দিয়েছিলেন আদালত। কিন্তু এবার কেন এই রিট শুনানির জন্য নেয়া হলো তা বোধ্যগম্য নয়।

তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষই চায় ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে বজায় থাকুক। নাস্তিকরা এই নিয়ে ষড়যন্ত্র করছে, এদের উদ্দেশ্য হলো ইসলামকে বাদ দিয়ে এই দেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করা।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, রাষ্ট্রধর্ম থাকবে কি থাকবে না সেটা মানুষের মতামতের বিষয়, প্রয়োজনে এই নিয়ে দেশে গণভোটের আয়োজন করা হোক।

হেফাজত নেতৃবৃন্দ বলেন, পৃথিবীর অনেক দেশে ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে অর্ন্তভুক্ত, খ্রিষ্টান ধর্মও অনেক দেশে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত, সেইসব দেশেতো সংখ্যালঘু কিংবা ভিন্ন ধর্মের অনুসারীদেরকে কোনো সমস্যা হচ্ছে না, বাংলাদেশেও রাষ্ট্রধর্ম নিয়ে কোনো সমস্যা নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও রাষ্ট্রধর্ম ইসলমের পক্ষে ছিলেন। ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে না থাকলে বঙ্গবন্ধুর মতামতকে অগ্রাহ্য করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা মহিবুল্যাহ বাবুনগরী ও যুগ্মমহাসচিব মাইন উদ্দিন রুহি।

জীবন মুছা/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।