আইনজীবীদের ওপর পুলিশি হামলায় গণঅধিকার পরিষদের উদ্বেগ
আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে পুলিশের অতর্কিত হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান যৌথ বিবৃতিতে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করছে। অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি কোর্ট প্রাঙ্গণে পুলিশ আইনজীবীদের ওপর অন্যায়ভাবে হামলা, লাঠিচার্জ ও নারী আইনজীবীদের লাঞ্ছিত করা হয়েছে। যা বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল। আদালতে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, সেজন্য সরকার তার আজ্ঞাবহ প্রশাসন দিয়ে এ হামলা চালিয়েছে।'
তারা আরও বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার দেশের আইন-আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। যা দেশে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। অনতিবিলম্বে এ হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের বেআইনি আদেশ পালন থেকে বিরত থেকে নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানায় সংগঠনের নেতারা।
এসএম/এসটি/জেআইএম