ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৬ মার্চ ২০১৬
ফাইল ছবি

ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেনের ইঞ্জিন বিকলের আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দাদন মিয়া জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল গাজীপুর ও জয়দেবপুর রেল জংশনের মধ্যবর্তী স্থান চাপুলিয়া নামক স্থানে বেলা ১২টার দিকে এসে পৌঁছলে হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় শ্রীপুর রেল স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ও ডেমু ট্রেনটি আটকা পড়ে।

তিনি আরো জানান, ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন এসে বেলা আড়াইটার দিকে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটিকে ঢাকার দিকে নিয়ে যায়। এসময় শ্রীপুর স্টেশনে আটকে থাকা আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ও ঢাকাগামী ডেমু ট্রেনটিও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।