ফখরুলকে গ্রেফতারে গণঅধিকার পরিষদের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৯ এএম, ৩০ অক্টোবর ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদের (একাংশ)।

রোববার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, মানুষের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২৮ অক্টোবরের বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ হামলা চালিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে গণতন্ত্রকামী সংগ্রামী জনতার আন্দোলনকে নস্যাৎ করতে অপকৌশল করছে আওয়ামী লীগ সরকার। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে আওয়ামী সরকার বিরোধীদলের নেতাকর্মীদের ওপর এর একের পর এক জুলুম নির্যাতন চালাচ্ছে।

তারা আরও বলেন, সরকার পুলিশ দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের বাসায় বিনা কারণে তল্লাশি চালিয়ে হয়রানি করছে। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের প্রতিনিয়ত আটক করছে।

নেতারা আরও বলেন, সরকার দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকার বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের গণআন্দোলনের মধ্য দিয়ে অচিরেই এই অবৈধ সরকারের পতন ঘটবে।

অনতিবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধীদলের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেফতার সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

এসএম/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।