মনোনয়ন পেয়ে যা বললেন হাজী সেলিমপুত্র সোলায়মান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন হাজী সেলিমের বড় সন্তান সোলায়মান সেলিম। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সোলায়মান সেলিম বলেন, আমাকে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমার বাবা দুঃসময়ে দলের হাল ধরেছেন। তিনি একাধিকবার আওয়ামী লীগের নৌকার মাঝি হিসেবে নির্বাচন করে সেবক হিসেবে কাজ করেছেন। আগে আমার বাবা কাজ করেছেন। এখন আমি করব।

তিনি আরও বলেন, এ আসনে আরও যোগ্য মানুষজন ছিলেন। তাদের মধ্য থেকে দলের প্রার্থী হিসেবে আমার প্রতি আস্থা রাখা হয়েছে। আমি সেটি রক্ষা করব। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।

জানা যায়, এ আসনে সোলায়মান সেলিমের পাশাপাশি মনোনয়ন ফরম নিয়েছেন তার বাবা হাজী সেলিম ও ছোট ভাই ইরফান সেলিম।

ঢাকা-৭ আসনে বর্তমান সংসদ সদস্য হাজী সেলিম। ২০১৪ সালে স্বতন্ত্রপ্রার্থী এবং ২০১৮-তে নৌকা প্রতীকে জয়লাভ করেছিলেন তিনি।

ঢাকা-৭ আসনটি ঢাকা মহানগরের বংশালের একাংশ, কোতোয়ালির একাংশ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও ধানমন্ডির একাংশ নিয়ে গঠিত।

আরএএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।