ঢাকার পাঁচ আসন

সালমান-নসরুলসহ মনোনয়ন নিয়েছেন ২৪ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়েছে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম। সোমবার (২৭ নভেম্বর) পর্যন্ত ঢাকা জেলার পাঁচটি আসনে ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকা-১ আসন (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র নিয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য সালমান ফজলুর রহমান। একই আসন থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির করম আলী ও তৃণমূল বিএনপি থেকে মনোনয়নপত্র নিয়েছেন মুফিদ খান।

ঢাকা-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন মো. কামরুল ইসলাম ও শাহিন আহমেদ। জাকের পার্টি থেকে মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ আবুল কালাম ও ডাক্তার হাবিবুর রহমান।

ঢাকা-৩ আসন (কেরানীগঞ্জ) থেকে মনোনয়নপত্র নিয়েছেন সংসদ সদস্য নসরুল হামিদ (বিপু)। একই আসন থেকে বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জাফর ও আলী রেজা নামের আরেকজন মনোনয়নপত্র নিয়েছেন। জাকের পার্টি থেকে মনোনয়ন নিয়েছেন আব্দুল রাজ্জাক।

ঢাকা-১৯ থেকে সংসদ সদস্য ডা. এনামুর রহমান মনোনয়ন নিয়েছেন। এছাড়াও এই আসনে আওয়ামী লীগের সাইফুল ইসলাম ও তালুকদার মোহাম্মদ তৌহিদ জং (মুরাদ) মনোনয়ন নিয়ছেন। এছাড়াও গণফ্রন্ট থেকে নুরুল আমিন, তৃণমূল বিএনপি থেকে মাহবুবুল হাসান, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ইসরাফিল হোসেন মনোনয়ন ফরম নিয়েছেন।

ঢাকা-২০ আসন থেকে বর্তমান সংসদ সদস্য বেনজীর আহমেদ মনোনয়ন ফরম নিয়েছেন। এছাড়াও জাতীয় পার্টি থেকে খান মোহাম্মদ ইসরাফিল ও সাইদুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান নাজিমুদ্দিন, মোহাদ্দেস হোসেন, মো. মনোয়ার হোসেন, মো. মাসুম কবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ঢাকা জেলা প্রশাসনের কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র নিয়েছেন তারা।

জানা যায়, নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে। ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ঢাকা জেলার আসনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব নির্বাচনী আসন আছে, সেগুলোর রিটার্নিং কর্মকর্তা হলেন ঢাকা বিভাগীয় কমিশনার। এর বাইরের আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলার প্রশাসক।

আরএএস/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।