সালমান এফ রহমান

সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগ দেশের উন্নয়ন করছে আর বিএনপি মানুষ পোড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে তার নির্বাচনী এলাকা নবাবগঞ্জে প্রচারণায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

সালমান এফ রহমান বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন হয়েছে, আর বিএনপি এটা সহ্য করতে না পেরে দেশের মানুষ পোড়াচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ তা রুখে দিয়েছে। বিএনপি এখন অসহযোগ আন্দোলন করছে যা হাস্যকর।

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সালমান এফ রহমান বলেন, সারাবিশ্ব এ নির্বাচনের দিকে তাকিয়ে। সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নবাবগঞ্জের বেশ কয়েকটি স্থানে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও বলেন।

এসময় তিনি, দোহার নবাবগঞ্জে প্রতিটি নাগরিকদের স্বাস্থ্যকার্ড, প্রবাসীদের জন্য প্রবাসী কেন্দ্র, প্রতি ঘরে গ্যাস সরবরাহসহ অসমাপ্ত কাজগুলো শেষ করার প্রতিশ্রুতি দেন।

এসএম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।