চট্টগ্রামের যুবদলের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩

আগামীকাল রোববার বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে চট্টগ্রামে মশাল মিছিল করেছে মহানগর যুবদল।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর এ কে খান মোড় ইস্পাহানি রেল গেট এলাকায় এ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

এ সময় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী আগামীকাল রোববার সর্বাত্মক অবরোধ পালিত হবে। অবরোধকে সফল করতে মহানগর যুবদল মশাল মিছিল করেছে। এর মাধ্যমে সরকারকে আমরা বার্তা দিতে চাই। ৭ জানুয়ারি একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না। যুবদল শেষ রক্তবিন্দু পর্যন্ত রাজপথে অবস্থান করে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করবে।

ইকবাল হোসেন/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।