ঢাকা-১১ আসনে বিজয়ী আওয়ামী লীগের ওয়াকিল উদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ এএম, ০৮ জানুয়ারি ২০২৪

ঢাকা-১১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওয়াকিল উদ্দিন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮৩ হাজার ৮৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৭৪৭ ভোট।

উৎসব মুখর পরিবেশে এ আসনে ভোট হয়। সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও সময় যত গড়িয়েছে, প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও তত বেড়েছে।

তিনি ৮৩ হাজার ৮৮৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। রাতে তার এ বিজয় লাভের খবরে ঢাকা-১১ নির্বাচনী এলাকায় বিজয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বাঁধভাঙা আনন্দে মেতে ওঠেন দলীয় নেতাকর্মী, ভোটারসহ এলাকাবাসী। ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন এলাকার সর্বস্তরের নানা শ্রেণি-পেশার মানুষ।

আরএমএম/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।