বৃহস্পতিবার জামায়াতের হরতাল


প্রকাশিত: ০৭:২১ পিএম, ১০ মে ২০১৬

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে দলটি।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতালসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন।

নিজামীকে ফাঁসি দেয়ার প্রতিবাদে ডাকা কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার সারাদেশে ও প্রবাসে জন্য গায়েবানা জানাজা; বৃহস্পতিবার সকাল ৫টা থেকে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত দেশব্যাপি ২৪ ঘণ্টার হরতাল এবং শুক্রবার দেশব্যাপি দোয়া।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।